ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনতার এমপি ধলুর শোডাউন ও লিফলেট বিতরণ

Mahamudul Hasan Babu
November 15, 2025 9:55 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনতার এমপি হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন ও ব্যাপক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে বিশাল শোডাউনটি শুরু হয়। মিছিলটি ব্রিজের মোড়, বাটার মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, মুক্তির মোড় ও কেডির মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপেরিপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।

শহরের বিভিন্ন ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং আশপাশ এলাকা থেকে প্রায় দুই থেকে তিন হাজার নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন। সমগ্র শহরজুড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধানের শীষের পক্ষে জনমত গঠনের এই শোডাউন।

মিছিল শুরুর আগে তাজের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তৃণমূলের নেতাকর্মীরা জাহিদুল ইসলাম ধলুকে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, শামীম নুর আলম শিপলু, নওগাঁ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পিন্টু ও টিপু সুলতান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদোয়ানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জাহিদুল ইসলাম ধলু জনগণের নেতা। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। নওগাঁ-৫ আসনে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমাদের দাবি—ধলুকেই মনোনয়ন দিতে হবে। তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।”

বক্তারা আরো বলেন, “২০১৮ সালে ষড়যন্ত্র করে ধলুর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার জনপ্রিয়তার জোয়ারে তিনি আরও শক্তভাবে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা সাহসী ও উল্লেখযোগ্য।”

জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, “ধলুর পক্ষে সাধারণ মানুষের সাড়া দিন দিন বেড়েই চলেছে। নওগাঁ-৫-এ ধানের শীষের পক্ষে জনমত এখন অত্যন্ত দৃঢ়।”

শোডাউনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সকাল থেকেই তাজের মোড়ে ছোট ছোট মিছিল জমতে থাকে। দলীয় স্লোগান আর উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলের পুরো পথজুড়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

একে কেন্দ্র করে নওগাঁ শহরে নির্বাচনী উষ্ণতার বিশেষ অনূভুতি তৈরি হয়েছে।