Sun. Nov 24th, 2024

বগুড়ায় ইটভাটার জায়গা কৌশলে দখলের চেষ্টা  বিএনপি’র সাবেক সাংসদের বিরুদ্ধে!

বাদশা আলম বগুড়া প্রতিনিধি:বগুড়ায় একটি ইটভাটার জায়গা বায়সাসূত্রে মালিকানা দাবী করে ‘জান মেটালঢাকা’র প্রস্তাবিত কোম্পানীর সাইনবোর্ড লাগিয়ে কৌশলে দখলের চেষ্টা। এমন অভিযোগ উঠেছে বগুড়া-৪ আসনের (নন্দীগ্রাম-কাহালু) বিএনপি’র সাবেক সাংসদ  প্রকৌশলী মোশারফ হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুরে মেসার্স রাহিম-রহিম ব্রিকস্ এলাকায় ঘটেছে। ফলে নতুন করে ইট খোলায় এবছর আগুন  দেওয়ার সমস্যার মুখে পড়েছে তেমনি ব্যবসা বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হয়েছে।  এমনটাই অভিযোগ তুলে ও প্রতিকার চেয়ে গত ১৯ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী বিএনপি নেতা ইটভাটার মালিক মো. ফিরোজ আলী। তিনিও শেরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতির পদে অধিষ্ঠ রয়েছেন বলে দাবী করেন।
সংবাদ সম্মেলন নানাবিধ তথ্য তুলে ধরে ইটভাটার মালিক মো. ফিরোজ আলী বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মেসার্স রাহিম-রহিম ব্রিকস্(আরআরবি) নামে তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠান চলে আসছে অন্তত ৩৫ বছর ধরে আসছেন। তার ইটভাটাটি অন্তত ৩২ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে। এরমধ্যে তার নিজস্ব জমি রয়েছে অন্তত ২৬ বিঘা। অবশিষ্ট জমিগুলো স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের। বছর ভিত্তিক লীজ দিয়ে অবশিষ্ট জমিগুলো তিনি টাকা প্রদান করে থাকেন। কিন্তু হঠাৎ করেই ইটভাটার মধ্যে গত বৃহস্পতিবার ভোর রাতে ইটখোলায় সিমেন্টের খুঁটি পুঁতে সীমানা আঁকা হয়েছে এমন দৃশ্য চোখে পড়ে। ভাটার পাশেই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ‘জান মেটাল ঢাকা’র কোম্পানীর সাইনবোর্ড লাগিয়ে সংশ্লিষ্টরা। বিষয়টি নজরে এনে তথ্য সংগ্রহ পুর্বক জেলা বিএনপি নেতা সাবেক সাংসদ ইঞ্জি. মোশারফ হোসেনের সাথে উপজেলা বিএনপি’র স্থানীয় নেতাদের মাধ্যমে যোগাযোগ করা হয়। বিষয়টি তার সাথে বৈঠকের মাধ্যমে সুরাহা করার চেষ্টা হলেও মানতে নারাজ সাবেক এমপি  মোশারফ হোসেন। বরং উল্টো কৌশল অবলম্বন করে একই দল করার পরও তার পায়ের সাথে পা বাঁধিয়ে ইট খোলার মধ্যে অন্তত ৫ বিঘা জমি ক্রয় করতে শুরু জমি কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । আর এসব কাজে সহযোগীতায় স্থানীয় কিছু দালাল চক্র আর্থিক লাভের আশায় এমনটি ঘটানোর সাথে জড়িত রয়েছে।
ভূক্তভোগী ব্যবসায়ী ফিরোজ আলী সাংবাদিকদের আরো জানান, চলমান ইটভাটার মধ্যে জমি ক্রয় সংক্রান্ত সমস্যা নিয়ে আরআরবি ইটখোলার মালিক ফিরোজ আলী বলেন, তার ইটখোলা যদি বন্ধ হয় তাহলে এই ব্যবসা সাথে জড়িত অন্তত শতাধিক মানুষ উপার্জনহীন হয়ে পড়বে। তাদের পরিবারেও দেখা দিবে আর্থিক অসচ্ছলতা। বিগত ১৭ বছর তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ব্যক্তিদের বিরোধিতা কারণে চাঁদা দিয়ে তার ব্যবসা চালিয়ে আসতে হয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীনের পর এখনো তার ব্যবসা নিয়ে নতুন করে হুমকির মুখে পড়ছেন তিনি। ব্যবসা বন্ধের হুমকি দেয়া হয়েছে তার দলীয় রাজনীতির নেতাদের মধ্য থেকে। তিনি আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারক যদি এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে তার ইট খোলাটি চালু থাকতে পারে।
তবে এ বিষয়ে জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বগুড়া-৪ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি কল রিসিভ না করার তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে এ ইটভাটার ব্যবসার সাথে জড়িত অন্তত শতাধিক ব্যক্তি উপার্জন করে তাদের সংসার চালাতে সক্ষম হচ্ছে। জেলা বিএনপি’র নেতার ইটভাটা গ্রাসের কৌশলে অনুপ্রবেশ শুরুতেই ঠেকানো না গেলে, বন্ধ হয়ে যাবে ইটভাটা, কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবন যাপন করবে শতাধিক শ্রমজীবি ব্যাক্তি।

Related Post

Leave a Reply