রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামকে সমর্থন জানিয়ে কবিরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, এবং সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান।
বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম বলেন,“এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে বঞ্চনার শিকার। ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে। আমি অঙ্গীকার করছি—জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনাই হবে আমার প্রথম কাজ।”
তিনি আরও বলেন,“রাজনৈতিক হয়রানি, দমন-পীড়ন ও মিথ্যা মামলার মাধ্যমে এ এলাকার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ কখনো মাথা নত করেনি। আজকের সমাবেশ প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,“ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তই হবে সবার সিদ্ধান্ত। আমরা সবাই ধানের শীষের বিজয়ের জন্য মাঠে থাকব।”
মাহবুব আলমগীর আলো বলেন,“বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নোয়াখালীতে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নানা বাধা দেওয়া হয়েছিল। আমাদের নেতা মওদুদ আহমদকে ভোট দিতে দেওয়া হয়নি। জনগণ এসব ভুলে যায়নি। এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের।”
