ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইটভাটার ‘কালো আইন’ বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Mahamudul Hasan Babu
November 16, 2025 9:11 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:ইটভাটা শিল্পের ওপর আরোপিত তথাকথিত ‘কালো আইন’ বাতিলের দাবিতে নওগাঁ জেলার নিবন্ধিত ১২৩টি ইটভাটার মালিক, শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে।

রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁ জেলখানা চারমাথা মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসক নওগাঁ’র নিকট লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বলেন,
“ইটভাটাসংক্রান্ত বর্তমান আইন ও বিধিমালার বেশ কয়েকটি ধারা বাস্তবতা বিবর্জিত। গ্রামীণ অর্থনীতি, নির্মাণ খাত ও শ্রমিকদের জীবিকা রক্ষার স্বার্থে এই অযৌক্তিক আইন বাতিল করতে হবে। পরিবেশ রক্ষায় আমরাও দায়িত্বশীল; তবে তা হতে হবে বাস্তবসম্মত।”

সমিতির সাধারণ সম্পাদক বলেন, “দূরত্ব নির্ধারণ, লাইসেন্স নবায়ন, জ্বালানি ব্যবহার, চিমনি উচ্চতা—এসব বিষয়ে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা হঠাৎ করে পালনের মতো নয়। এসব আইন অপরিবর্তিত থাকলে জেলার ১২৩টি ইটভাটা বন্ধ হয়ে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়বে।”

উপজেলা পর্যায়ের নেতারা বলেন, “ইটভাটা শিল্প বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের শ্রমিক পরিবারগুলো। আইন পরিবর্তন করতে হলে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটি ব্যবহারযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে।”

ইটভাটা আইন ও পরিবেশ নীতিমালার অযৌক্তিক ও অবাস্তব ধারা বাতিল। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের হয়রানিমূলক অভিযান বন্ধ। লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ ও সময়সীমা বৃদ্ধি। ইটভাটা স্থাপনের দূরত্ব বিষয়ে নতুন বৈজ্ঞানিক মানদণ্ড প্রণয়ন। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও গ্রহণযোগ্য জ্বালানির অনুমোদন। ইটভাটা শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় শ্রমিকবান্ধব আইন। ভাটা চলমান মৌসুমে বন্ধ না করে ধাপে ধাপে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন। মানববন্ধনে এই সমস্ত দাবি রাখেন ইটভাটা মালিক সমিতির সদস্য ও শ্রমিকরা।