ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আউনাড়া বাজারে বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
November 16, 2025 10:03 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী কামালকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে জেলার মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারসহ বিভিন্ন স্থানে রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বি এন পি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই প্রতিবাদে আউনাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা “মনোনয়ন পরিবর্তন চাই”, “তৃণমূলের মতামতের মূল্য দাও”—এ ধরনের বিভিন্ন শ্লোগান প্রদান করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। তারা বলেন, যাকে জনগণ চায় না তাকে চাপিয়ে দিলে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাবে। এজন্য জরুরি ভিত্তিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।
বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তারা জানিয়েছে।