ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইতালি প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা

Mahamudul Hasan Babu
November 16, 2025 11:14 am
Link Copied!

জাহিদ হাসান, ইতালি থেকে:ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেট্টো ানিয়েছেন, দেশ ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত ঘাটতির (Excessive Deficit) প্রক্রিয়া থেকে বের হওয়ার পর ধাপে ধাপে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে।

বর্তমানে দেশ তার মোট জিডিপির প্রায় ২% প্রতিরক্ষা বাবদ ব্যয় করছে, তবে নতুন ন্যাটো লক্ষ্যমাত্রা অনুযায়ী বরাবর বাড়ানোর লক্ষ্য রয়েছে।
মন্ত্রীর পরিকল্পনায় ২০২৬ ও ২০২৭ সালে জিডিপির প্রতি বছর +0.15%, এবং ২০২৮ সালে +0.2% বৃদ্ধি করা হবে।
অর্থমন্ত্রী জিয়ানকার্লো গিওরেজেট্তি নিশ্চিত করেছেন যে, অর্থনৈতিক অবস্থা ও বাজেট স্থায়ীত্ব বিবেচনায় এই বৃদ্ধি “ধীরে ও নমনীয়ভাবে” আনা হবে।
তবে ইতালির উচ্চঋণের কারণে অর্থনীতি মসৃণভাবে পরিচালনা করা সহজ নয় — দেশটি ২০২৬ সালের মধ্যেই ঘাটতির হার ৩%-এর নিচে নামিয়ে এ ইউ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে।