জাহিদ হাসান, ইতালি থেকে:ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেট্টো ানিয়েছেন, দেশ ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত ঘাটতির (Excessive Deficit) প্রক্রিয়া থেকে বের হওয়ার পর ধাপে ধাপে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে।
বর্তমানে দেশ তার মোট জিডিপির প্রায় ২% প্রতিরক্ষা বাবদ ব্যয় করছে, তবে নতুন ন্যাটো লক্ষ্যমাত্রা অনুযায়ী বরাবর বাড়ানোর লক্ষ্য রয়েছে।
মন্ত্রীর পরিকল্পনায় ২০২৬ ও ২০২৭ সালে জিডিপির প্রতি বছর +0.15%, এবং ২০২৮ সালে +0.2% বৃদ্ধি করা হবে।
অর্থমন্ত্রী জিয়ানকার্লো গিওরেজেট্তি নিশ্চিত করেছেন যে, অর্থনৈতিক অবস্থা ও বাজেট স্থায়ীত্ব বিবেচনায় এই বৃদ্ধি “ধীরে ও নমনীয়ভাবে” আনা হবে।
তবে ইতালির উচ্চঋণের কারণে অর্থনীতি মসৃণভাবে পরিচালনা করা সহজ নয় — দেশটি ২০২৬ সালের মধ্যেই ঘাটতির হার ৩%-এর নিচে নামিয়ে এ ইউ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে।
