ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জের বারটানে কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 16, 2025 11:16 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনস্টিটিউট (বারটান) কার্যালয়ে পুষ্টি গ্রাম ও জনসাধারনের অংশ গ্রহনে ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ও জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর কারিগরি সহযোগিতায় রোববার ভার্চুয়ালী এ কর্মশালার উদ্বোধন করেন বারটার এর প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক, রেহেনা আকতার।

বারটান এর ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. ছাদেকুল ইসলাম এর সভাপতিত্বে ও তার স্বাগত বক্তব্যের পর এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগ রংপুর এর উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম , বারটান এর প্রজেক্ট কো-অর্ডিনেটর তাসনীমা মাহজাবিন, বিশ^ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রোজ ম্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলূল কবির, সাংবাদিক বখতিয়ার রহমান প্রমুখ ।উক্ত কর্মশালায় ফলিত পুষ্টির গুরত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহন এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরত্বপুর্ণ আলোচনা হয়।
উক্ত কর্মশালায় পুষ্টিগ্রামের সদস্য সদস্যা, গণমাধ্যম প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।