ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার

Mahamudul Hasan Babu
November 16, 2025 11:26 am
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা তিতাস উপজেলায় আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার এলাকার লোকজন মাছ ধরতে গিয়ে মানুষের মাথার ১টি খু’লি দেখতে পায় । তখন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে তিতাস থানায় নিয়ে আসে পুলিশ।ধারণা করা হচ্ছে মাথার খুলিটি নিহত নজরুলের। উল্লেখ্য, প্রধান আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দী অনুযায়ী নজরুলকে হত্যার পর তার মৃত দেহটিকে ৮টি খন্ড করে ৪ টি প্যাকেট করা হয়েছিলো। তার মধ্যে তাৎক্ষণিক ২টি প্যাকেট উদ্ধার করা হয়,
এর মধ্যে ছিলো ২ টি হাত ও ২টি পায়ের ৪ টি অংশ। বাকী ২টি প্যাকেট উদ্ধার করা সম্ভব হয়নি। গত শনিবার আবার মাথার খুলি উদ্ধার করা হয়েছে। বডির অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার মানুষের মাথার খুলি পাওয়া গেছে খবর শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ঘটনাস্থল থেকে প্রায় অনেকটাই দূরে মজিদপুর বাজারের পূর্ব উত্তর পাশে খালের ত্রি মোহনায় কাকিয়াখালি নামকস্থানে খু’লিটি পড়ে আছে। খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরীক্ষা নিরীক্ষা শেষে ফরেনসি রিপোর্ট আসলে বুঝা যাবে খুলিটি কার।