ঢাকাMonday , 17 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি কর্মীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

Mahamudul Hasan Babu
November 17, 2025 11:41 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনে বিএনপি’র প্রাথমিক ঘোষণা অনুযায়ী শামসুদ্দোহা জোহা খান মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রায় তিন হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি। এছাড়াও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. রুহুল আমিন, আহবায়ক তহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, আড়ানগন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজেদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক আবদুর রউফ, সদস্য সচিব শাহ আলম প্রমুখ।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা যখন নির্যাতন–মামলা–হামলার মুখে দিন কাটিয়েছে, তখন কখনোই শামসুদ্দোহা জোহা খান পাশে ছিলেন না। দীর্ঘদিন মাঠে অনুপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে তাকে মনোনয়ন দেওয়া হলো—এ নিয়ে তারা প্রশ্ন তোলেন।

নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে শামসুদ্দোহা জোহা খান ও তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির মাধ্যমে পত্নীতলা ও ধামইরহাটে যেভাবে চাঁদাবাজি হয়েছে, তাতে সাধারণ মানুষ বিএনপির প্রতি বিরূপ হয়ে পড়েছে। তাদের দাবি “এমন একজন ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন দিলে বিএনপি এ আসনে হেরে যাবে নিশ্চিত।”

‘বিন্দু মাসি’ প্রসঙ্গ তুলে বিক্ষোভে উপস্থিত কয়েকজন নেতা বলেন, “এই চাঁদাবাজ ব্যক্তি নিজে ঠিকমতো চলাফেরা পর্যন্ত করতে পারেন না। তার বউয়ের পরামর্শে সবকিছু করেন। এলাকায় তার স্ত্রীকে অনেকে ‘বিন্দু মাসি’ বলে ডাকছেন—এটাই প্রমাণ করে জনগণের আস্থা কোথায় নেমে গেছে।”

বক্তারা বলেন, “আমরা চাই নওগাঁ-২ আসনটি বিএনপির হাতে ফিরে আসুক। কিন্তু শামসুদ্দোহা খান জোহাকে মনোনয়ন দিলে তা সম্ভব নয়। তাই দ্রুত তার প্রাথমিক মনোনয়ন বাতিল করে এলাকার গ্রহণযোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে—এটাই আমাদের একমাত্র দাবি।”

বক্তারা আরও জানান, দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না হলে আমরা এই আসনে বিএনপির পরিবার এমপি বঞ্চিত হব, বর্ধিত মানববন্ধন এবং কেন্দ্রীয় কার্যালয়ে স্মারকলিপি প্রদানসহ আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে এবং আগামীকাল ধামইরহাট উপজেলায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেন নেতাকর্মীরা।