ঢাকাMonday , 17 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে: ইউএনও ফয়সাল আহমেদ

Mahamudul Hasan Babu
November 17, 2025 1:54 pm
Link Copied!

আব্দুল খালেক, গোদাগাড়ী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এই প্রণোদনা দেয়া হয়।
গতকাল ১৭ নভেম্বর সকাল ১০ টায় শুরু হয় এই বিতরণ কার্যক্রম। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে। বিপরীতে জৈব সার ব্যবহার করে অর্গানিক ফসল উৎপাদন করতে হবে। আপনারা যারা এই কৃষি প্রণোদনা পাচ্ছেন তারা অবশ্যই চাষযোগ্য জমিতে এগুলো কাজে লাগাবেন। আপনাদের পরিশ্রমের ফলে দেশের মাটিতে সোনালি ফসলের দেখা মেলে।তাই আপনার এর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। কৃষক ভাইদের কঠোর পরিশ্রম ও ঘামে ভেজা বাংলা আজ স্বপ্ন দেখে উন্নয়নের। আপনারাই পারেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।