ঢাকাMonday , 17 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে তথ্য চাওয়ায় ক্ষিপ্ত ব্যাংক কর্মকর্তা, রয়েছে নানা অভিযোগ, অফিসকে বানিয়েছেন বাড়ি 

Mahamudul Hasan Babu
November 17, 2025 2:43 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়েছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. মোহতাসিম বিল্লাহ। ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সাংবাদিকদের গালিগালাজ শুরু করেন। পরে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি।
অভিযোগ উঠেছে, নিয়ম নীতি উপেক্ষা করেই আবাসিক হিসেবে অফিসেই বসবাস করছেন এই কর্মকর্তা। এছাড়া ব্যাক্তিগতভাবে কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে গুরুত্বপূর্ণ নথির কাজ করাচ্ছেন। এতে করে ব্যাংকের আইডি, পাসওয়ার্ড সহ গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পরে তথ্য দিতে চেয়ে তথ্য অধিকার আইনে ক ফরম গ্রহন করেন তিনি।
ঘটনাটি ১৬ নভেম্বর বিকেলে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পঞ্চগড় শাখায়। এনিয়ে স্থানীয় সাংবাদিকরা সহ সচেতন মহল ক্ষুব্ধ হয়েছেন।
জানা যায়, ঋণ গ্রহিতাদের তালিকা সহ বেশ কিছু তথ্যের জন্য পঞ্চগড় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক লোকায়ন পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপক মো. মোহতাসিম বিল্লাহ’র কাছে। ওইদিন তিনি জানান তথ্য পেতে হলে আবেদন করতে হবে। পরে পরে রবিবার বিকেলে তথ্য অধিকার আইনের ক ফরমে তথ্যের আবেদন নিয়ে আবারও ব্যাংকের ব্যবস্থাপকের কাছে যান ওই গণমাধ্যম কর্মী। এসময় ব্যাংকের ব্যবস্থাপক তথ্যের আবেদনটি পড়েই ক্ষিপ্ত হয়ে যান। সাংবাদিককে গেড আউট বলে বের হয়ে যেতে বলেন। তথ্য অধিকার ফরম ক গ্রহণ করতেও অস্বীকৃতি জানান তিনি। পরে খবর পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ব্যাংকে বিষয়টি জানতে গেলে ভূল বোঝাবুঝি হয়েছে দাবি করে তথ্য অধিকার আইনের ক ফরমটি গ্রহণ করেন। সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ফরমটি রিসিভ করবেন এবং তথ্য সরবরাহ করতে পারা বা না পারার বিষয়টি জানাবেন বলে জানান ব্যবস্থাপক।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও ৭১ টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম জানান এই কর্মকর্তার কাছে গত কয়েকমাস আগে আমি ওই ব্যবস্থাপকের অফিস কক্ষে যাই কিন্তু তার কাছে ভাল আচরণ পাইনি।
পঞ্চগড় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বদরুদ্দোজা বাঁধন জানান, দ্বিতীয় দিনের মত আমি রবিবার বিকেলে আরটিভির সাংবাদিক সহ তথ্য নেয়ার জন্য ব্যাংকের ব্যবস্থাপক মো মোহতাসিম বিল্লাহ’র কাছে গিয়েছিলাম। কিন্তু তথ্যের আবেদন পড়েই তিনি ক্ষিপ্ত হন এবং আমাদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই সাথে উত্তেজিত হয়ে আমাদের বের হয়ে যেতে বলেন। একজন ব্যাংক কর্মকর্তার এই আচরন কাম্য নয়।
অফিসে বসবাস করা সহ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পঞ্চগড় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোহতাসিম বিল্লাহ জানান  আমি প্রতি মাসে বাড়ির মালিককে এক হাজার টাকা অতিরিক্ত পরিশোধ করি এজন্য অফিসেই বসবাস করছি। আর ব্যাংকের কম্পিউটার চালাতে আমি তেমন পারদর্শী নই তাই মাস্টার রোলে অপারেটর হিসেবে একজনকে রাখা হয়েছে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার দিলরুবা খানম বলেন, পঞ্চগড় অফিসে ম্যানেজারের সকল কাজ চুক্তিভিত্তিক একজন কর্মচারি করেন। এজন্য তিনি চুক্তিভিত্তিক কর্মচারির ম্যানেজারের কাজ করায় অফিস অত্যন্ত ঝুকিপূর্ণ । তবে আমি ম্যানেজারকে বিষয়টি বলেছি আপনি চুক্তিভিত্তিক কর্মচারি নিয়ে সমস্যায় পড়বেন।
পঞ্চগড় শাখার অনিয়ম বিষয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক দিনাজপুর আলমগীর হোসেন জানান তথ্য প্রদানের বিষয়টি আমি দেখবো। তবে ম্যানেজার অফিসে বসবাস করা বৈধ নয়। আমি তার অফিসে বসবাস করার বিষয়টি অবগত নই খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহন করবো।