মোঃ সাইফুল্লাহ, মাগুরা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করায় মাগুরার শ্রীপুরে বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।
১৭ নভেম্বর বিকেলে রায় ঘোষণার পরে শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে শ্রীপুর পাবলিক লাইব্রেরীর সামনে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম ও সাবেক উপজেলা সেক্রেটারী আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, বিএনপি নেতা জহুরুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ লিমন খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ফাঁসির রায়কে সাধুবাদ জানিয়ে দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।
