পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাকক্ষে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, সহকারী পরিচালক পঞ্চগড় জেলা সমাজসেবা কাযালয় মোঃ গোলাম ফারুক ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, বোদা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ। ।
সেমিনারে কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণিকে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনে টেকসই পরিবর্তন সম্ভব।
