ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ক্যান্সারে আক্রান্ত ৭ বছরের নুশরাত, চিকিৎসা ব্যয়ে দিশেহারা বাবা

Mahamudul Hasan Babu
November 18, 2025 3:18 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: হাসি-খুশিতে ভরা শৈশবের সময়টাতেই নেমে এসেছে জীবনের কঠিন বাস্তবতা। মাত্র সাত বছর বয়সেই ব্লাড ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সহায়তার আবেদন জানিয়েছেন তার ভূমিহীন পিতা আশরাফ আলী।

নুশরাত পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পূর্ব আদাবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরামর্শে বাবা আশরাফ আলী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএমটি ও হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামানের কাছে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, নুশরাত ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগে চিকিৎসাধীন। নুশরাতের বাবা আশরাফ আলী জানান, মেয়ের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা তার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়।

“আমি ভূমিহীন মানুষ। মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছি। সমাজের সচ্ছল মানুষদের কাছে সহযোগিতা কামনা করছি,” বলেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-আমিন হোসাইন বলেন, নুশরাতের বাবা অত্যন্ত দরিদ্র। মেয়েটিকে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার ইনজেকশন দিতে হচ্ছে। কিছু অর্থ সংগ্রহ করা হলেও তা খুবই অপ্রতুল। নুশরাতের জীবন বাঁচাতে সকলের সহায়তা প্রয়োজন।