ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড-দাপ্তরিক কাগজপত্র ভস্মীভূত

Mahamudul Hasan Babu
November 18, 2025 3:22 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার:মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংক,মহম্মদপুর শাখায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।১৮ নভেম্বর গভীর রাতে সংঘটিত এই ঘটনায় অফিসের আসবাবপত্রের আংশিক ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়,ঘটনার গভীর রাতে দুর্বৃত্তরা মহম্মদপুর গ্রামীণ ব্যাংক শাখার লোহার জানালা কৌশলে খুলে
পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
বিল্ডিং মালিকের স্ত্রী প্রথমে ধোয়া ও গন্ধ টের পান,
তার চিৎকারে শাখার ব্যবস্থাপক সোহানা সুলতানা এবং বাড়ির অন্যান্য সদস্যরা নিচে নেমে আসেন। তারা জানালা দিয়ে দেখতে পান যে,শাখাটির সেকেন্ড ম্যানেজারের বসার টেবিলের উপরে রাখা কাগজপত্র দাউ দাউ করে জ্বলছে।
শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা জানান,অগ্নিকাণ্ডের ফলে সেকেন্ড ম্যানেজারের চেয়ারের বাম হাতল,টেবিলের কিছু অংশ এবং অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথি পুড়ে গেছে।ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে,-১৭ নভেম্বর-এর ১২টি কালেকশন সিট ও সংশ্লিষ্ট ভাউচার। সেকেন্ড ম্যানেজারের-১০টি কালেকশন সিট। কয়েকটি পাশবই,দৈনিক ক্যাশ আদান-প্রদান রেজিস্ট্রার ও ব্যালেন্স সিটের কিছু অংশ।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে মহম্মদপুর থানা এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।
এ বিষয়ে ভবিষ্যতের জন্য আইনি নথিভুক্তির উদ্দেশ্যে শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর-৯০৪ তারিখ-১৮-১১-২০২৫ ইং।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে পুলিশের তদন্ত চলছে।