ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমরা যদি ক্ষমতায় যেতে পারি শাসক নয় সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ – আব্দুল মতিন

Mahamudul Hasan Babu
November 20, 2025 6:45 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন বলেছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ!
তিনি ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে মাগুরা ঐতিহ্যবাহী নতুন বাজারে অনুষ্ঠিত শহর জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ উপলক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন।

শহর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
পৌর জামায়াতে ইসলামীর শুরা সদস্য সহকারী অধ্যাপক মীর আকরাম আলী সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা জেলা জামায়াতে ইসলামী সাবেক এই আমীর আব্দুল মতিন তার প্রতিশ্রুতিতে বলেন- আমি যদি নির্বাচিত হতে পারি মাগুরা জেলার হাট-বাজারগুলোকে খাজনা মওকুফ করা হবে। বেকারদের চাকরি ব্যবস্থা করা হবে। বেকার ভাতা দেয়া হবে। জামায়াতের লক্ষ্য বাংলাদেশকে পুনর্গঠন করার। মাগুরা জেলার এক আসনের সকল জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং মাগুরা জেলা একটি মডেল জেলা হিসেবে পরিণত করতে চান তিনি। তিনি আরো বলেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি বাংলাদেশ কোন বৈষম্য থাকবে না। যারা শহীদ হয়ে এই দেশে কথা বলার সুযোগ করে দিয়েছে, আপনারা যেভাবে স্বাধীন করে দিয়েছেন মানুষের কথা বলার অধিকার সুযোগ করে দিয়েছেন আপনারা যদি এগিয়ে আসেন এই বাংলাদেশকে আমরা একটি মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।

এ সময় সভায় আগত নেতা-কর্মীরা নানা শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা!