ঢাকাMonday , 21 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ধর্মীয় স্বাধীনতায় আইন সহায়তা বিষয়ক সভা

shahin
October 21, 2024 6:05 pm
Link Copied!

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে ধর্মীয় স্বাধীনতা ও আইন সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) এর উদ্যোগে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক। ব্লাষ্ট রংপুর ইউনিটের সমন্মকারি এ্যাডঃ দিলরুবা রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরীফা, এরফানুল বারী সরকার, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রদীপ কুমার পবিত্র,শ্রী নিরঞ্জন মহন্ত,যোশেফ সরেন,হীরা মুর্ম্মু, আদিবাসী নেতা যোসেপ সরেন, মাইকেল মরমু,স্বপ্না ট্েধসঢ়;প্পা ও আইরিন প্রমুখ। সভায় মসজিদের ঈমাম, মোয়াজ্জেন, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগন অংশ নেন।