এম এম এ রেজা পহেল ধর্মপাশা ও মধ্যনগর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসি গ্রামের তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি সুজিত চন্দ্র সরকারকে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কলমাকান্দা উপজেলার চানপুর মাদ্রাসা বাজার থেকে সোমবার রাত ১১.৩০ মিনিটের সময় গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজিত চন্দ্র সরকার বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
একটি মামলায় আদালত ০৩(তিন) বছরের সশ্রম কারাদন্ড সহ ১০,০০০/- (দশহাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত ০১(এক) জন সাজা জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান বলেন, কলমাকান্দা থানার মামলা নং-১২(০৪)/১৩, জিআর-৭১(২)/১৩, টিআর-৪১১/১৯ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সুজিত চন্দ্র সরকার(৪৮) পিতা-সতীশ চন্দ্র সরকার, গ্রাম ঘাষী, তাকে নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা থানার অন্তর্গত চানপুর মাদ্রাসা বাজার হইতে গত রাত ১১.৩০ মিনিটের সময় গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
