বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার:মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের কলাগাছি গ্রামে বিদ্যুৎ-এর শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন কৃষক গনি মিয়া (৬০)। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে তার বসতঘরে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।
প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই অগ্নিকাণ্ডে কৃষকের ঘরে থাকা ৬০ মন ধান,২ মন ধনে,১ মন কলাই, একটি টিনের ঘর,আসবাবপত্রসহ সব ধরনের ব্যবহারিক মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।আগুনের খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে
বালতি ও নলকূপের পানি দিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়দের দাবি,দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষক গনি মিয়ার পুনর্বাসনে সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা প্রয়োজন।এ বিষয়ে কৃষক গনি মিয়া সকলের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
