ঢাকাFriday , 21 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বোদায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 21, 2025 4:29 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে কলেজ মাঠে জাতীয় ও সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পঞ্চগড় জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনতাজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, পঞ্চগড় জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী, জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বোদা উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ এবং বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. শাহজাহান আলী।