ঢাকাSaturday , 22 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় হতদরিদ্র পরিবারের মাঝে জেডিও সংগঠনের ছাগল বিতরণ

Mahamudul Hasan Babu
November 22, 2025 12:43 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ২০টি হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে জেডিও সংগঠনের মাধ্যমে রাজাপুর দাসপাড়া ও কাউরিয়া গ্রামের ২টা করে (৪/৫ মাস বয়সী মেয়ে ছাগল) মোট ৪০টি ছাগল বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।
উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর দাসপাড়া বারোয়ারী পুজা মন্দির প্রাঙ্গনে ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) সংগঠনের বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ছাগল বিতরণের আয়োজনে জেডিও সংগঠনের সভাপতি অধ্যাপক মো. বাবলুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মনিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. খায়রুল ইসলাম মোল্লা, জেডিও সংগঠনের সমন্বয়কারী শ্যামল কুমার দাস, প্রোগ্রাম অফিসার মকবুল হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য, হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ প্রকল্পের আওতায় ছাগল পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ও প্রশিক্ষক ডা. মাসুমা আখতার।