আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বোরো ধানের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় তার বক্তব্যে তিনি বলেন, সরকার কর্তৃক প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে যে বীজ দেওয়া হচ্ছে সেটা প্রকৃত পক্ষে ব্যবহার করবেন। আমাদের পক্ষ থেকে সবার প্রতি নজরদারী করা হবে। উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মফিজুর রহমানসহ উপসহকারী কৃষি অফিসার বৃন্দ ও কৃষক প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, দেড় হাজার কৃষকের মাঝে মাথা প্রতি ৫ কেজি উফশী জাঁতের ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
