আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এড.আব্দুল খালেক মন্ডলকে হুমকির প্রতিবাদে শনিবার (২২ নভেম্বর) ভূঞাপুর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইলের-৮ সখিপুর- বাসাইল আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খান, গত ১৯ নভেম্বর ভূঞাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেয়ার একটি অডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চাঁদ মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তিযোদ্ধা সংসদে
এসে সমাবেশ করে।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা খালেক মন্ডলকে হুমকি দেয়া এবং অপমান করা মানে দেশের সকল মুক্তিযুদ্ধাদের অপমান করা। আহমেদ আযম খানের ওই ঔদ্ধত্তপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী, আরফান আলী, মহির উদ্দিন, ফজলুর রহমান প্রমুখ। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সাধারণ মানুষ অংশ নেয়।#
