সবুজ হোসেন, নওগাঁ:বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (বিএসসিইউপি) নওগাঁ জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরিচিতি ও মতবিনিময় করেন।
শনিবার সকালে জেলা শহর কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা সাইবার দলের সভাপতি খন্দকার মোঃ রাসেলুজ্জামান (সিম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম রাজের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।
সাইবার জগৎ বর্তমানে রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে,উল্লেখ করে প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, নবগঠিত এই কমিটির সদস্যদের দেশপ্রেম ও সততার সাথে কাজ করতে হবে এবং সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে সাইবার স্পেসে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা: মোঃ শেখ মিজানুর রহমান মিজান, নওগাঁ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আল-কাফি তুহিন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ফরিদুজ্জামান ফরিদ, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, নওগাঁ জেলা যুবদলের সদস্য সাকিব ইসলাম কাজল, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ এবং নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজাহান বাদশা।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর ফেরদৌস, সহ-সভাপতি আশিক হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (অপু), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশ, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ বাবু, সহ-দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক মোঃ রাব্বি সরদার।
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
