রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২নভেম্বর)বিকালে ধর্মকুড়া বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি বাদশা, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, প্রচার সম্পাদক বিপ্লব খন্দকার বিপুল, দপ্তর সম্পাদক আসাদুল্লাহ ঢালী, তথ্য ও গবেষণা সম্পাদক হোসেন শাহ্ ফকির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়াম আল খলিফা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, ছাত্রনেতা মশিউর রহমান মিতুল, রাজু শাহ ফকির ও পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে রেজাউল করিম ঢালী বলেন,“আলহাজ সুলতান মাহমুদ বাবু বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন হিসেবে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
গণসংযোগকালে নেতৃবৃন্দ ধর্মকুড়া বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ধানের শীষে ভোট চান এবং দলের বার্তা পৌঁছে দেন।
