ঢাকাSunday , 23 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ এ জেএসডি প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর সমর্থনে বসুরহাটে গণমিছিল

Mahamudul Hasan Babu
November 23, 2025 9:55 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর তারা প্রতীকের সমর্থনে বসুরহাট বাজারে ব্যাপক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাদ মাগরিব বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ ও জেএসডির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব। তিনি মিছিলের সামনে এসে দলীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তানিয়া রব বলেন, “দিনে ভোট রাতে পালানোর রাজনীতি যারা করছে এবং নদীভাঙনের মতো সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়ায়নি—জনগণ তাদের বিরুদ্ধে গণরায় দেবে।”
তিনি আরও অভিযোগ করেন, “ক্ষমতার অপব্যবহার, হাট-বাজার ও বাসস্ট্যান্ডে জোরপূর্বক চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আগে যেখানে ১০০ টাকা নেওয়া হতো, এখন সেখানে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।”

তিনি দাবি করেন, জেএসডির তারা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী বিজয়ী হলে এলাকায় স্থায়ী রাস্তা-ঘাট উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনজীবন উন্নয়ন হবে।

পথসভায় বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলা উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, “নোয়াখালী-৫ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”