রাহাত শরীফ গোপালপুর উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঅঞ্চলের টেলকি বিমান ঘাটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘনা ঘটে।
রবিবার সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পাহাড়ি বনাঞ্চলের ঝলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাটি সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলাড়ের লেগে ঘটনা স্থলেই দুই তরুণ নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার রাকিব (৩৬) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (৩৫)।
