Mon. Nov 25th, 2024

পঞ্চগড়ে আওয়ামী.লীগ নেতার হাত থেকে নদী দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভূমি দস্যু আওয়ামীলীগের নেতা শেখ কামালের হাত থেকে ডাহুক নদী দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শালবাহান,বুড়াবুড়িসহ পাঁচ গ্রামের এলাকাবাসী।
২২ অক্টোবর মঙ্গলবার  দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল খায়ের, এলাকাবাসী মাহফুজুর রহমান, মসিরুল হক,মজিবুল হক,ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শেখ কামাল ও তার লোকজন দিয়ে অবৈধভাবে ডাহুক নদী থেকে পাথর উত্তোলন করে, নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলছে।এমনকি দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করে মল্লিকা বেগমের ৭৫ শতক জমি থেকে পাথর উত্তোলন করে। বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এর কোন সুরাহা পায়নি।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসীরা- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

By shahin

Related Post

Leave a Reply