ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাথরের দাম বৃদ্ধিতে আমদানি বন্ধ – সোনাহাট স্থলবন্দরে স্থবিরতা

Mahamudul Hasan Babu
November 24, 2025 7:58 am
Link Copied!

রাকিবুল ইসলাম বাবু উত্তর (কুড়িগ্রাম) প্রতিনিধি: পাথরের মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার কারণে ১৩.১১.২০২৫ থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে পাথর আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে এবং পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ভারতীয় রপ্তানিকারকদের পক্ষ থেকে পাথরের মূল্য টনপ্রতি উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো হয়। নতুন দর বাংলাদেশের আমদানিকারকদের জন্য অস্বীকর্তাযোগ্য হওয়ায় তারা আপাতত আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, স্টকইয়ার্ড ও কাস্টমস এলাকার কার্যক্রম কমে এসেছে।

স্থানীয় এক আমদানিকারক জানান, “আমরা ইতোমধ্যে পূর্বের দরে বড় অঙ্কের এলসি খুলে রেখেছি। কিন্তু ভারত হঠাৎ দাম বাড়িয়ে দেওয়ায় সেই দরে পাথর আনা সম্ভব নয়। আলোচনা না হওয়া পর্যন্ত আমদানি বন্ধই থাকবে।”

আমদানি বন্ধের সরাসরি প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর। পাথর খালাসে কর্মরত শ্রমিকরা জানাচ্ছেন, প্রতিদিনের আয় নির্ভর ছিল এই পাথর ব্যবসার ওপর। এখন কাজ না থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বন্দর–সম্পর্কিত পরিবহন ব্যবসার সাথেও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পাথর পরিবহনকারী ট্রাক মালিক সমিতির এক প্রতিনিধি বলেন, “আমাদের ট্রাকগুলো এখন বেকার পড়ে আছে। দীর্ঘদিন আমদানি বন্ধ থাকলে বড় ধরনের লোকসান গুণতে হবে।”

সোনাহাট স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় রপ্তানিকারক ও বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল্য সমন্বয় হলে আমদানি পুনরায় শুরু হতে পারে।

স্থানীয় ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন, দুই দেশের বাণিজ্যিক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এবং সোনাহাট স্থলবন্দর আবারও পূর্বের চাঞ্চল্য ফিরে পাবে।