ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে সুধীজন ও কর্মকর্তাগণের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Mahamudul Hasan Babu
November 24, 2025 11:20 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার দুপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সঙ্গে পীরঞ্জের উপজেলা পর্যায়ের সুধীজনের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ললিতা পারভীন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আদিবাসী নেতা লালটু, চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, নূর মোহাম্মদ মঞ্জু, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী পলাশ,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ,সাংবাদিক বাদল মিয়া,উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ জিয়া উদ্দিন, শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ রতন শর্মা, শহীদ সোহাগের পিতা রেজাউল ইসলাম, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত নাহিদ হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সমস্যা সমাধানের প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। এসময় তিনি প্রশাসনকে আরও কার্যকর, স্বচ্ছ এবং আধুনিক করে তোলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। তিনি বলেন ‘সমস্যার দ্রুত সমাধান, নীতিনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত প্রশাসনিক উদ্যোগই পীরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারে। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বিগত দিনে যে অবহেলা ও প্রশাসনিক শূন্যতা রংপুরে লক্ষ্য করা গিয়েছে, তা কাটিয়ে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি আরো বলেন আমরা পীরগঞ্জকে একটি মডেলে উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
মত বিনিময় সভায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে সবার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ পীরগঞ্জ উপজেলা সামগ্রিক তথ্য উপস্থাপন করেন। পরে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।