ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে প্রজক্টেরের মাধ্যমে তারেক রহমানের আত্মজীবনী প্রদর্শন 

Mahamudul Hasan Babu
November 24, 2025 4:04 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় রেলস্টেশনের পাশে প্রজেক্টরের মাধ্যমে আত্মজীবনী প্রদর্শনী অনুষ্ঠিত  হয়েছে।
সোমবার (২৪নভেম্বর) রাত ৮টায় সময়ে তারেক রহমানের আত্মজীবনী প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাবেক এমপি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”তারেক রহমানের দীর্ঘায়ু,সুস্বাস্থ্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফলতা কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রনায়ক তারেক রহমানের কর্মময় জীবন,সংগ্রামী পথচলা ও দেশপ্রেমের অনন্য মুহূর্তগুলো তুলে ধরা এই প্রদর্শনীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম হাসমত,পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মহসিন প্রমুখ।
আত্মজীবনী প্রদর্শনী অনুষ্ঠানে, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।