সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সীমান্তবর্তী সাপাহার উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করবে। নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা। তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে মাঠ প্রশাসনকে আরও গতিশীল হওয়ার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য দেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আরিফুজ্জামান আরিফ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ। বক্তারা নিজ নিজ দপ্তরের চলমান কাজ, চ্যালেঞ্জ এবং নির্বাচনকালীন দায়িত্ব সম্পর্কে ধারণা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্র-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
