এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গতকাল বুধবার সকালে র্যালীটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রদর্শনীর উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তানিয়া আক্তার লুবনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সরফরাজ হোসেন খান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ সাইফুল্লাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।
