ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

shahin
October 23, 2024 6:35 am
Link Copied!

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে কাফনের কাপড়,২টি বোমা সাদৃশ্য বস্তু,১প্যাকেট
আগরবাতি ও ১পিচ সাবান এবং দুই পাতা বিশিষ্ট ১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে সুমন আলীর বাড়ির রান্না ঘরের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এসব উদ্ধার করেন। গৃহকর্তা ও শ্রমিক লীগ নেতা সুমন আলী জানান,প্রতিরাতের ন্যায় সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার
ভোরে আমার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে রান্না ঘরের সামনে দুটি বোমার মত বস্তু,কাফনের কাপড়,১টি সাবান,আগরবাতি ও আমাকে হুমকি দিয়ে লেখা ১ চিরকুট দেখতে পায়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিই। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। আমার সাথে কারোর তেমন কোন শত্রুতা নেই। তারপরও কে বা কারা এমনটি করলো বুঝতে পারছিনা। এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক জানান,বোমা সদৃশ্য বস্তু,কাফনের কাপড়,আগরবাতি,সাবান ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা সাদৃশ্য বস্তু দুটি আসলে
বোমা কিনা সেটা পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে। আর কে
বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধ্যানে পুলিশ কাজ করছে।