ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধনে র‌্যালী, স্টল পরিদর্শন ও আলোচনা

Mahamudul Hasan Babu
November 26, 2025 2:31 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালী, ২৫টি স্টল স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। ‎উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা.আব্দুর রহমান শেখের সঞ্চালনের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,  মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, কানারালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, খামারী নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও খামারীবৃন্দসহ আরও অনেকে।