ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
November 26, 2025 5:10 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন জাতের গরু, বাছুর,ছাগল,ভেড়া, ঘোড়া,হাঁস,মুরগী. কবুতর, কোয়েল পাখি প্রদর্শীত হয়। এ উপলক্ষে প্রদর্শনী প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আব্দুল্লাহ । উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অফিস সহকারী আবু রুশ মোঃ রোকন উদদ্দৌলা’র সঞ্চালনায় খামারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম, সফল খামারী সাবিনা ইয়াসমিন, মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী খামারীদেরকে সনদপত্র সহ পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ক্যাটাগরির খামারী, গণমাধ্যমকর্মীসহ অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন।