ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন

Mahamudul Hasan Babu
November 26, 2025 5:15 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর বগুড়া প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, শতাধিক খামারি ও নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় খামারি ও উদ্যোক্তারা এসব স্টলে উন্নত জাতের গরু, দুগ্ধবতী গাভী, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর এবং বিভিন্ন প্রজাতির পোষাপাখি প্রদর্শন করছেন। এছাড়াও দুগ্ধজাত পণ্য ও গবাদিপশু পালনে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে খামারিদের আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সপ্তাহজুড়ে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা সেবা প্রদান করা হবে।