স্টাফরিপোর্টার মাগুরা।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার নির্বাচনী এলাকায় পথসভা করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর-রাহাতপুর সুইচ গেট বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট খান রোকনুজ্জামান।
বক্তারা বলেন,আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।তাই বিএনপি ও নিতাই রায়কে বিজয়ী করতে ভোটারদেরকে ধানের শীষে ভোট দিতে বলেন তারা।
আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বিএনপি নেতা এ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস,
এছাড়াও বক্তব্য রাখেন মহম্মদপুর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা,রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম ফারাবী,সামিয়া মনোয়ার,
মির্জা মনোয়ার হোসেন রাজাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদকের
সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মজনু।
