মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের ব্যাপক গণসংযোগ করে চলেছেন। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাতে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা গ্রামসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। তিনি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময়, এলাকার সার্বিক সমস্যার সমাধান, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছেন।
গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর
জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। তিনি জনগণের কল্যাণে আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করে যাবে জামায়াতে ইসলামী।
স্থানীয় জনসাধারণ নেতা-কর্মীদের এই গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানায় এবং বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন। সমগ্র এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ এবংf জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া!
