ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

Mahamudul Hasan Babu
November 27, 2025 8:34 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র কুরআন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মডেল মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।
ইমাম ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় সরকারের উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। একই সাথে তারা মুসলিম উম্মাহকে ঈমানি চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা, আলেম সমাজসহ হাজারো মানুষ অংশ নেন।