এম এম এ রেজা পহেল ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসিলেটের ফেঞ্চুগঞ্জের নয়াবাজারে
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এরিস্টোফার্মা লিমিটেড ওষুধ কোম্পানির সিলেট অঞ্চলের বিক্রয় প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগরের ছেলে পল্লব রায়(৩৮) নিহত হয়েছেন।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন ২নং মাইজগাঁও ইউনিয়নের ফরিদাপুর সাকিনস্থ নয়াবাজার নামক স্থানে এরিস্টোফার্মা কোম্পানির দায়িত্ব পালনকালে রাস্তা পারাপারের সময় প্রবল গতিসম্পন্ন মোটরসাইকেল আরোহীর ধাক্কায় মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণে প্রাণ হারালেন পল্লব রায়।
পথচারীগণের সহায়তায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত মো. আব্দুর রউফের ছেলে রাফি ও মো. মঞ্জুরুল ইসলাম চৌধুরীর ছেলে মো. মাহিন চৌধুরী প্রচন্ড গতিসম্পন্ন একটি নাম্বারবিহীন কালো জিকসার মোটর সাইকেলের ধাক্কায় পল্লব রায় নিহত হন।
পল্লব রায় ২০১২ সাল হতে এরিস্টোফার্মা লিমিটেড ওষুধ কোম্পানির সিলেট অঞ্চলের বিক্রয় প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গলহা গ্রামের মৃত অবনী কুমার রায়ের ছোট ছেলে কবি ও লেখক অজয় রায় এর ছোট ভাই।
তার মৃত্যুকালে স্ত্রী, একপুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
