মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কর্তৃক আটোয়ারীতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে এবং গণশুনানী শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ রবিউল ইসলাম সভাপতিত্ব করেন। গণশুনানীর শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান উপস্থিত আটোয়ারীবাসীর কাছে তার অতীত কর্মজীবনের সংক্ষিপ্ত আলোচনা করে জানতে চান, আপনারা কেমন জেলা প্রশাসক চান ? জেলা প্রশাসকের প্রশ্নের উত্তরসহ উপজেলার মাদক, ঘুষ,দুর্নীতি,জন্ম নিবন্ধন সংশোধনের সমস্যা,ফকিরগঞ্জ বাজার সমস্যা, অটো চার্জারও সিএনজি অব্যবস্থাপনা, সেবা গ্রহিতাদের হয়রানীসহ নানা সমস্যা ও অভিযোগ উত্থাপন করেন সেবা গ্রহিতারা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(গোপনীয় শাখা) মোঃ নাহিদ হাসান,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সেবা গ্রহিতা , স্থানীয় গণমাধ্যমকর্মী সহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। জেলা প্রশাসক গণশুনানীতে পঞ্চগড় জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত পরিচ্ছন্ন জেলায় রূপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের নির্দেশ দেন, সেবা গ্রহিতাদের সাথে ভালো আচরনের মধ্য দিয়ে যেন সকলেই সরকারী সেবার সুফল ভোগ করতে পারেন। গণশুনানী শেষে গ্রন্থ কুটিরের বই পাঠকদের মধ্যেশ্রেষ্ঠ ৩ জন বই পাঠকের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক । একই সঙ্গে অসহায় ,দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলার গ্রন্থ কুটির,আটোয়ারী থানা, উপজেলা ভূমি অফিস, মির্জাপুর ইউনিয়ন পরিষদ, মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রায়ন প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, উন্নয়ন প্রকল্প, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, অমি অনেকদিন ধরে প্রশিক্ষক হিসেবে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছি। বিনা হয়রানীতে ঝামেলামুক্তভাবে কম খরচে সেবা প্রার্থীরা যাতে সরকারি সেবা পেতে পারেন এই ম্যাসেজ দিতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গেছি। যেখানে সুযোগ পেয়েছি সেটা বাস্তবায়ন করেছি।
