এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক এই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তানিয়া আক্তার লুবনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সরফরাজ হোসেন খান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,তিতাস উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাঈদ আহমেদ সরকার,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার সারাজিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসামৎ রেহেনা বেগম,জগতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসামৎ হানু আক্তার, কড়িকান্দি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসামৎ নারগিস আক্তার প্রমুখ।
