ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অনলাইন বেলবন্ড বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 27, 2025 3:23 pm
Link Copied!

ইকবাল বাহার, পঞ্চগড় অনলাইন বেলবন্ড বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে। ২৭ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সারে ৯টায় আয়োজিত এ সেমিনারে অনলাইন ভিত্তিক বেল আবেদন ও নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আদম সুফি, বিচার বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও আইনজীবীরা।
এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা অনলাইন বেলবন্ড ব্যবস্থার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও বাস্তবায়ন বিষয়ে মতামত প্রদান করেন।
সেমিনারে অংশ নেন পঞ্চগড় জেলা কারাগারের প্রতিনিধিগণও। তারা কারাগার প্রশাসনের করণীয়, অনলাইন বেল প্রক্রিয়ায় সমন্বয়ের গুরুত্ব এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ মতামতদেন।
পুরো সেমিনারের সঞ্চালনা ও পরিচালনা করেন মোছা: মাহামুদা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়। তিনি অনলাইন বেলবন্ড ব্যবস্থার আধুনিক প্রয়োগ, সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং অনলাইন বেল সেবা আরও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।