বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার: মাগুরার শালিখা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের নানান ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।(২৭নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,”উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না।কৃষকদের চাষাবাদে আরও উদ্বুদ্ধ করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে।এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হাসান। কারিগরি আলোচনা উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত।
তিনি জানান,২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড) চাষাবাদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শালিখা উপজেলার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
