ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর সফল অভিযানে ইটালি তৈরী একটি পিস্তল উদ্ধার এবং ৩ জনকে আটক

shahin
October 23, 2024 1:18 pm
Link Copied!

মেহেরপুর জেলা প্রতিনিধি :বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানেইটালি তৈরী একটি পিস্তল উদ্ধার এবং ৩ জনকে আটক করেছে। বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় বাবলুর বাড়ি পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে অস্ত্র উদ্ধার এবং ৩ জনকে আটক করা হয়। আটক ৩ জন হল মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল এবং মিন্টুর ছেলে সাইফুল ইসলাম। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে জতারপুর এবং দারিয়াপুরে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম, এনামুল এবং সাইফুল ইসলামকে আটক করার পর সকালের দিকে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইতালি তৈরির ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।