স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান ডিগ্রি কলেজে শুক্রবার (২৮নভেম্বর) অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা পরিবারের এই গুরুত্বপূর্ণ মিলনমেলা কলেজ কক্ষে সকাল থেকে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী,সাংবাদিক,সুধীজন ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ তানভীর রহমান।তিনি শিক্ষার সার্বিক উন্নয়ন ও কলেজের অগ্রযাত্রায় অভিভাবক-শিক্ষক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান।
অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, কলেজ প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল,
কাজী সালিমা হক মহিলস কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ইউনুস আলী সরদার,প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল,
কলেজ পরিচালনা পর্ষদের সদস্য,ফারুক রেজা লেলিন,সমাজসেবক জিয়াউল হক বাচ্চু,প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,
সমাবেশে সম্মানিত অভিভাবকবৃন্দ কলেজের সার্বিক অগ্রগতি ও ভালো ফলাফলের জন্য শিক্ষক অভিভাবক একত্রিত হয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে গুরুত্বারপ করেন,এবং এ আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে কলেজ কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানান। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও সফল করে তোলে।
