মিজানুর রহমান মিজান লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতি নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে ৮০ মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু। দীর্ঘদিন ধরে নদী পারাপারের ঝুঁকি ও দুর্ভোগে থাকা দুই পাড়ের অন্তত ১০ হাজার মানুষের জন্য এ সেতু এখন স্বস্তির নতুন পথ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজপুর ইউনিয়নের সীরা মধুরাম এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এই নদীর ওপর একটি সেতু নির্মাণের। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও স্থায়ী সেতু নির্মাণ বাস্তবায়িত হয়নি। ফলে নদী পারাপারের জন্য প্রতিদিনই ঝুঁকি নিতে হতো পথচারী, শিক্ষার্থী ও কৃষকদের।
অবশেষে স্থানীয়দের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতুটি নির্মাণ করে লালমনিরহাট জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব মো. হাসান আলির নেতৃত্বে নির্মিত এই সেতুকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি এটি শুধু হেঁটে চলার পথ নয়, বরং দুই পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক।
শুক্রবার বিকেলে সেতুটি উদ্বোধন করেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর- ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আশাদুল হাবিব দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিগত সরকারের সমালোচনা করে এ স্থানে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।
স্বেচ্ছাশ্রমে নির্মিত এই ভাসমান সেতু স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থায় এনে দিয়েছে স্বস্তি। তবে এলাকাবাসীর দাবি— দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এ স্থানে স্থায়ী সেতু নির্মাণ জরুরি।
