Mon. Nov 25th, 2024

গাংনীতে জাতীয় এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাংনীতে জাতীয় এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস )ভ্যাকসিনেশন টিকাদান ক্যাম্পেইন-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সুপ্রভা রানীর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষনা রাখেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা, মাসুদুর রহমান, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ,বাংলাদেশে ব্রেষ্ট ক্যান্সারের পরই জরায়ু মুখ ক্যান্সারে
অধিক সংখ্যক কিশোরী মুত্যৃবরণ করেন। এই মৃত্যু হার হ্রাস করতে বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিভাবে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। গাংনী উপজেলায় ১৪ হাজার ৬৬৩ জনকে এইচপিভি টিকা
প্রদান করা হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ০৫ জন শিক্ষার্থী রয়েছে।এর মধ্যে ৩ জন শিক্ষার্থী প্রতিবন্ধী রয়েছে।
টিকাদানের লক্ষ্যে ইতোমধ্যেই মাঠ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠান বহিভর্’ত কিশোরীদেও নামের তালিকা সংগ্রহ ও রেজিস্ট্রেশন করা হয়েছে। একইভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের নামের তালিকা ও জন্ম নিবন্ধন দেখে রেজিষ্ট্রেশন করানো হয়েছে। এই টিকাদান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ১৮ দিনব্যাপী চলবে। রেজিষ্ট্রেশন করা সকল কিশোরীদের টিকা কেন্দ্র থেকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা ১ ডোজ টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

By shahin

Related Post

Leave a Reply