একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করে সেনা সদস্যরা। পরে তাদেরকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গতকাল ২৩ অক্টোবর রাতে তাদেরকে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা হতে তাদের আটক করা হয়।
ডাকাতির ঘটনার দিন ডাকাতদের আক্রমণে নৈশপ্রহরী আহত লাবু ইসলাম ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বাড়ি দেবীগঞ্জ পৌর এলাকার কামাতপাড়া এলাকায়। সে ভোলা মিস্ত্রির ছেলে।
এ ঘটনায় নন্দন সাহা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। সে মামলায় ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চাইনিছ কুড়াল ও চা পাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো দেবীগঞ্জ উপজেলা সদরের পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল, সাবেক ছাত্র লীগের সদস্য সাজু, শ্রমিক দলের জাকির হোসেন , সমির উদ্দীন, হৃদয় ওরফে বেলি।
তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জের মেসার্স সাহা হাসকিং মিলের স্বত্বাধিকারী নন্দন কুমার সাহার চাতালের নৈশ প্রহরী ছিলেন লাবু ইসলাম ও আমিনুর রহমান। ডাকাতির ঘটনার দিন আমিনুর রহমান ও লাবু ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় লাবু ইসলামকে আশঙ্কাজনক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর দুপুরে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মঙ্গলবার রাতে দেবীগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবীগঞ্জের পুরাতন বাস ষ্টান্ড এলাকার বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও ও উপজেলা সদরের সাহাপাড়া এলাকার মেসার্স সাহা হাসকিং মিলে এ ডাকাতির ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা জানান, ১৬ অক্টোবর দেবীগঞ্জে ডাকাতির ঘটনায় নন্দন সাহা নামের এক ব্যক্তি অজ্ঞাতনামাদের আসামী করে ডাকাতির মামলা করেন। সন্দেহজনক ভাবে ডাকাতির মামলায় ৫জনকে আটক করা হয়। আটককৃত ৫ জনের মধ্যে একজন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। বাকী ৪ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের মাধ্যমেe রিমান্ডের আবেদন করা হবে।